🌿 Tilagaon Eco Village – টিলাগাঁও ইকো ভিলেজ

 Tilagaon Eco Village - টিলাগাঁও ইকো ভিলেজ contact details 



টিলাগাঁও ইকো ভিলেজ ! 
নাম শুনলেই মনেহয় সারি সারি টিলা আর চা বাগানের মধ্যে কোনো  অসাধারণ গ্রামের কথা। যেখানে মানুষের  কলাহোল নেই একদম। চারদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। সবুজের ঘ্রাণ নিতে নিতে হেটে যাচ্ছে কেউ দুর থেকে দূরান্ত। বৃষ্টিস্নাত বিকেলে খালি পায়ে ভেজা মাটি আর ঘাসের উপর দিয়ে কিংবা জানালা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঝুম বৃষ্টি দেখা! 



 মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রাম ''টিলাগাও'' বাসে/ট্রেনে প্রথমে শ্রীমঙ্গল। সেখান থেকে সিএনজিতে (ভানুগাছ রোডে) ১২ কিলো দূরে বটেরতল।
বলে রাখছি,   শ্রীমঙ্গল থেকে বটেরতল যাবার রাস্তাটা অসাধারণ। গাড়ি ছাড়ার পরেই রাস্তার ২ ধারে চা বাগানের দেখা মিলবে। তার একটু পরেই লাউয়াছড়া বন। বনের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় রাস্তার ২ পার্শ্বে ঘন জঙ্গল আর উঁচু নিচু কঠিন কঠিন বাকে ঘুরে ফিরে এগিয়ে যাবে গাড়ি। হটাৎ শীতলতা অনুভব করতে থাকবেন।  অনেকটা  ডুয়ার্স  এর জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা যেমন তেমন ফিল পাওয়া যায়। 
বটেরতল থেকে ৩ কিলো ভেতরে টিলাগাও। আঁকাবাঁকা রাস্তার দু পার্শে সবুজের সমারোহের ভেতর দিয়েই যেতে হয়  টিলাগাও ইকো ভিলেজ! নির্জন সবুজের অরণ্যর মাঝে মাটি এবং কাঠের তৈরি প্রতিটি কটেজ।  বানরের বাঁদরামি আর শেয়ালের ডাক এখানটায় খুবই কমন ব্যাপার। 
ক্ষেতের টাটকা সবজি-ফল আর মাটির চুলায় রান্না করা দেশি মুরগি আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত।
এখানে রাতের আবহ নিয়ে আসে  ঝিঝি পোকা আর শেয়ালের ডাক। এই রিসোর্টের লাভ শেইপের একটি পুকুর রয়েছে।পূর্ণিমায় সেই পুকুরে চাদের ছায়া পরে । চাদের আলোতে আলোকিত হয় দুরের চা বাগান পর্যন্ত! সে সময়  চাঁদের আলোয় ভেসে যেতে যে কেউ বাধ্য!
 অবাক হয়ে দেখতে হবে বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে ছোট্ট এই 
টিলাগাঁও ইকো ভিলেজ  কি সুন্দর।

🌿 Tilagaon Eco Village – টিলাগাঁও ইকো ভিলেজ

Escape to Nature at Tilagaon Eco Village — a peaceful village resort in Maulvi Bazar, surrounded by lush greenery, birdsong, and fresh air. The perfect retreat for those seeking calm, comfort, and a close-to-nature stay.

✨ Why Visit Tilagaon Eco Village?

✔ Golden horizons & the gentle warmth of the autumn sun
✔ Rustic yet cozy eco-villas for a true nature stay
✔ Wake up to misty mornings & serene birdsong
✔ A perfect blend of comfort, calm & wilderness

📞 Contact & Booking

🔗 Online Booking: Tilagaon Eco Village Booking



FB PAGE : https://www.facebook.com/TilagaonEcoVillage/



Welcome to Restaurants in Bangladesh – your go-to guide for the best restaurants in Bangladesh! We help food lovers discover top Bangladeshi restaurants, cafes, fast food spots, and fine dining experiences across cities like Dhaka, Chittagong, Sylhet, Khulna, and beyond. Our goal is to provide detailed information on restaurant menus, locations, contact details, reviews, and the latest food trends. Whether you’re searching for authentic Bangladeshi cuisine, international dishes, or trending cafes, we make it easy to find the perfect dining experience near you. At Restaurants in Bangladesh, we are passionate about showcasing the vibrant culinary scene of Bangladesh. Explore top-rated restaurants, hidden gems, and local favorites – all in one place. Discover, taste, and enjoy – your next favorite restaurant is just a click away!

Post a Comment

0 Comments